মালদা

মানুষের মাছ চাষে উৎসাহ বাড়াতে মাছের চারা ও চাষের বিভিন্ন উপকরণ প্রদান সরকারের

বামনগোলা ব্লকের বেশ কিছু মৎস্য চাষিকে সোমবার মাছের চারা ও মাছ চাষের সঙ্গে যুক্ত বেশ কিছু উপকরণ প্রদান কড়া হয়। এদিন বামনগোলা ব্লকের BDO অফিসে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের উদ্যোগে ও বামনগোলা ব্লকের সহযোগিতায় মাছের চারা ও উপকরণ গুলি প্রদান কাজটি সম্পন্ন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিসারি ফিল্ড অ্যাসিস্টেন্ট সামিম হাসান, ফিসারি অ্যাসিস্টেন্ট অফিসার নন্দিতা বাগ ছাড়াও আরও অনেকে। তাদের উদ্দেশ্য হল মৎস্য চাষে গ্রামের মানুষকে উৎসাহ করা। তাই তারা এদিন ৩ জন আদিবাসী মৎস্য চাষিকে ১২০০ করে মাছের চারা দেন। পাশাপাশি মাছ চাষের সাথে যুক্ত বড় হাড়ি, চুন, সিঙ্গেল ফসপেট, মশারী, জাল। দাঁড়িপাল্লা ও হ্যাপার প্রভৃতি উপকরণ প্রদান করেন। যাতে মাছ চাষের সময় তাদের কোন রকম অসুবিধা না হয়।